বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে লক্ষ্মীপুরে কর্মরত ২৩ জন সাংবাদিকের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল।
পরে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত ২৩ জন সাংবাদিকের হাতে ৫০ হাজার টাকা করে মোট ১২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন অতিথিরা।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে