AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারোয়াতলীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত



সারোয়াতলীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শতাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর কঞ্জুরী মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি সদস্য এম জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান। সাংবাদিক বাবর মুনাফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ মো. আবুল হাশেম, রাজনীতিবিদ এম এ মঞ্জুর, সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পূর্ণ চন্দ্র সেন, শিক্ষক তীলেশ পারিয়াল, মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়তু মল্লিক, উপ-পরিদর্শক জুয়েল রানা, উপ-পরিদর্শক মো. সেলিম, উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান এবং অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য প্রদীপ বড়ুয়া প্রমুখ।

সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আব্দুল মুনাফ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. লুৎফুর রহমান বলেন, “সারোয়াতলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ ও জুয়াসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সন্তানদের রক্ষা করতে হবে। আমি যতদিন বোয়ালখালী থানায় থাকব, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হতে দেব না। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

সভাপতির বক্তব্যে এম জসিম উদ্দিন বলেন, “আমরা অতীতেও মাদক নির্মূলে থানা প্রশাসনকে সহযোগিতা করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করব। আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি মো. আবুল হাশেম বলেন, “এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে থানা পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 


একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!