AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে ক্যাসিনো ও অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার


Ekushey Sangbad
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী, জামালপুর
০৪:২১ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সরিষাবাড়ীতে ক্যাসিনো ও অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ীতে ক্যাসিনো ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গ্রেফতারকৃতরা উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা ও স্থল গ্রাম থেকে ধরা পড়েন।

গ্রেফতারকৃতরা হল— কাওয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে মোঃ আলাল, তার ভাই দুলাল, ইসমাইল হোসেনের ছেলে শ্রাবণ এবং স্থল গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ শামীম।

এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫টি বাটন ফোন, ৯টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি আইফোন, ৪১টি সিমকার্ড, ৪টি ডেবিট/ক্রেডিট কার্ড, ২টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র, ১টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ২টি মেমোরি কার্ড, ১টি মনিটর এবং নগদ ২০ হাজার ৪২৯ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাওয়ামারা ও স্থল গ্রামে দীর্ঘদিন ধরে এই চক্র ক্যাসিনো ও অনলাইন জুয়া খেলা চালিয়ে আসছিল। এই খেলায় এলাকার যুবসমাজ আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছিল।

সরিষাবাড়ীর দায়ীত্বরত ২৬ বীর ব্যাটালিয়নের ক্যাপ্টেন অর্ণব কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে ক্যাসিনো ও অনলাইন জুয়া খেলার সরঞ্জামসহ ওই চারজনকে আটক করেন। পরে তাদের সরিষাবাড়ী তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।

সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন, সেনাবাহিনীর এই অভিযানে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 


একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!