নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাট এলাকায় পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে। হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এই রাস্তা এলাকাবাসীর যাতায়াতে স্বস্তি আনবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে রাস্তার উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, এলজিইডি’র সার্ভেয়ার এহতেসাম বিল্লাহ, কার্য-সহকারী মোজাহার আলী ও নাহিদ হোসেন, ইউপি সদস্য আব্দুল আলীম, শাহাদৎ হোসেন, কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, “চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি। ইতোমধ্যে বিভিন্ন রাস্তা, কালভার্ট ও হাট-বাজারের উন্নয়ন সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় সতীহাটে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে, যা পথচারীদের জন্য স্বস্তিদায়ক হবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে