বরিশাল জেলার উজিরপুর উপজেলা শাখায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের পলাশ কুন্ডু এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বামরাইল ইউনিয়নের বলাই হালদার।
শনিবার জেলা কমিটির আহ্বায়ক মন্টু চন্দ্র বৈদ্য ও সদস্য সচিব দেবাশীষ রায় কলিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে