AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪ হাজার ৭০০ গাছের চারা বিতরণ



মান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪ হাজার ৭০০ গাছের চারা বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছেন দলটির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা আব্দুল্লাহেল কাফী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আব্দুল্লাহেল কাফীর উদ্যোগে নওগাঁর মান্দা উপজেলায় মোট ৪ হাজার ৭০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়, বানডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকজামদই সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করা ও তাদের মাঝে গাছ লাগানোর আগ্রহ তৈরি করতেই এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পেয়ারা, আম, কাঁঠাল, অর্জুন, হরীতকী, আমলকী, বকুলসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ। এ সময় আব্দুল্লাহেল কাফী নিজ হাতে চারাগাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

চারাবিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালাইন ইউনিয়ন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আজিজুল হক ওয়ালটন বাবু, ইউনিয়ন বিএনপির সদস্য আফাজ উদ্দিন, স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকরাও অংশগ্রহণ করেন।

আয়োজক আব্দুল্লাহেল কাফী বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের কল্যাণে কাজ করে এসেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ ও রোপণের এই উদ্যোগ পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তোলার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই, প্রতিটি মানুষ অন্তত একটি গাছ রোপণ করুক। গাছ শুধু পরিবেশ বাঁচায় না, এটি আমাদের অস্তিত্বের প্রতীক হয়ে দাঁড়ায়।”

তিনি আরও বলেন,“পরিবেশ বিপর্যয়ের এই সময়ে আমাদের দায়িত্ব প্রকৃতির পাশে দাঁড়ানো। তাই বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও মানুষের জন্য কিছু করতে চাই। এই কর্মসূচি তারই অংশ।”

স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ সচরাচর দেখা যায় না। আব্দুল্লাহেল কাফীর প্রচেষ্টাকে তারা সাধুবাদ জানান এবং আরও বৃহৎ পরিসরে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!