রাজশাহীর পুঠিয়ায় বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল হান্নান রবিবার স্থানীয় সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় গ্রেফতার ও রিমান্ডে অমানবিক নির্যাতনের কারণে তিনি বর্তমানে পঙ্গু।
আব্দুল হান্নান বলেন, “২০১৩ সালে আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়। ২০১৯ সালে ঝিনাইদহে ব্যবসা করতে গিয়ে আবারও হয়রানির শিকার হই। রিমান্ডে পুলিশ অমানবিক নির্যাতন চালায়, যার ফলে আমি পঙ্গু। জামিনে মুক্তি পেলেও রাজনৈতিক হয়রানি থেকে বাঁচতে এখন শ্বশুরবাড়িতে আছি।”
তিনি সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমার মতো ত্যাগী নেতারা মূল্যায়ন পাচ্ছে না। যারা মাঠে ছিল না, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”
সংবাদ সম্মেলনে বানেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন এবং কৃষক দলের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ কামাল উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে