AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে মিশ্র ফল বাগানে মাল্টা চাষে সফল মো. জামির হোসেন


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৪:২২ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০২৫

কালীগঞ্জে মিশ্র ফল বাগানে মাল্টা চাষে সফল মো. জামির হোসেন

গাজীপুরের কালীগঞ্জে মাটি, আবহাওয়া ও ভূ-প্রকৃতির সহায়কতায় মিশ্র ফল বাগানে মাল্টা চাষ করে সফল হয়েছেন মো. জামির হোসেন। উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ভিটি বাঘুন গ্রামে তার মাল্টা বাগান বিশেষভাবে পরিচিত।

সরেজমিনে দেখা যায়, বাগানে সবুজ পাতার মাল্টা গাছে শত শত ফল দোল খাচ্ছে। মাল্টা ছাড়াও এখানে বড়ই, পেয়ারা, লেবু, আমলকি, পেপে, জামবুড়া ও কলাসহ বিভিন্ন ফলের চারা রয়েছে। বিশেষভাবে বারি-১ জাতের মাল্টা প্রধান চাষ।

মো. জামির হোসেন জানিয়েছেন, ২০২০ সালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লেবুজাতীয় ফসল সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিনি প্রায় ৭ বিঘা জমিতে মাল্টা চাষ শুরু করেন। শুরুতে ৩শ মাল্টার চারা দিয়ে বাগান শুরু হলেও এখন কাটিং ও কলমের মাধ্যমে ৭ শতাধিক চারার মাল্টা গাছে পরিণত হয়েছে।

তিনি আরও জানান, সাইজ অনুযায়ী মাল্টার দাম কেজিতে ৬–১০০ টাকা পর্যন্ত, এবং বছরে তিনবার সার প্রয়োগ করা হয়। ২০২৫ সালে বাম্পার ফলনের আশা করছেন।

গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান বলেন, “কালীগঞ্জের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য উপযুক্ত। আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করলে ফলন বাড়ানো সম্ভব। আমরা কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি।”

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!