নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত লালন সরদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
লালন উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মৃত আরশাদ সরদারের ছেলে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার লক্ষীপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন লালন। স্থানীয়রা তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের পরিবার জানায়, লালনের মৃত্যুর পর স্ত্রী, চার শিশু সন্তান, অসুস্থ বোন ও বৃদ্ধ মা—সাত সদস্যের পরিবার অনিশ্চয়তায় পড়ে গেছে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে