মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র বিশেষ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—সত্য দেবনাথ (৪৩) ও মনসুর আলী (৩৬)।
তল্লাশির সময় সত্য দেবনাথের প্যান্টের পকেট থেকে দুটি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২২০ পিস ইয়াবা এবং মনসুর আলীর লুঙ্গির কোঁচ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া সত্য দেবনাথের কাছ থেকে নগদ ৪১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে সত্য দেবনাথের বিরুদ্ধে আগেও মাদক মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে