AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে যুবতীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
১০:০৩ এএম, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরে যুবতীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ফরিদপুরের সালথায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বোয়ালমারী হাসপাতালে মারা যান। এ ঘটনায় সন্দেহজনক পরিস্থিতির কারণে স্বামী মিরু শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরদিন সকালে অন্তরা অসুস্থ হয়ে পড়লে স্বামী তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

অন্তরা বেগম ও তার স্বামী দুই সন্তান নিয়ে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা নীলভিটা আশ্রয়ণ কেন্দ্রে সরকারি ঘরে বসবাস করতেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “অন্তরার মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। তার মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় স্বামী মিরু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!