জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঝিনাই নদীর বড়বাড়িয়া রেলি ব্রিজের পাশে লাশটি ভেসে ওঠে।
স্থানীয়রা জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। সেদিন সন্ধ্যায় নৌকা বাইচ শেষে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রী বোঝাই খেয়া নৌকা ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় অধিকাংশ যাত্রী তীরে উঠতে পারলেও ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী মোর্শেদা বেগম মারা যান এবং তার মেয়ে শোভা (৮) নিখোঁজ হয়।
ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিখোঁজ শোভার লাশ রবিবার রাতে বাবলু মেম্বারের বাড়ির পাশে ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “নৌকা ডুবির ঘটনায় মোর্শেদা নামের এক নারীর মৃত্যু হয়। পরে তার মেয়ে শোভার লাশও পাওয়া গেছে। নিহত পরিবারের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি।”
একুশে সংবাদ/জা.প্র/এ.জে