বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখার ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছেন দলের নেতাকর্মীরা।
এরই অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং ফুলপুর-তারাকান্দা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন তালুকদার শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে মোতাহার হোসেন তালুকদার বলেন, “৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো সুসংহত হবে এবং জনগণ তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি। এ ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের অধিকার রক্ষার রূপরেখা। জনগণকে সম্পৃক্ত করেই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি ইতোমধ্যে জনমনে নতুন আশা জাগিয়েছে।”
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, তারাকান্দা সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশার বাদশা, যুগ্ম আহ্বায়ক ইবনে কাশেম মাষ্টার ও খায়রুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে জনসাধারণের কাছে ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে