AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে ঝোঁপ থেকে নারীর লাশ উদ্ধার



সাদুল্লাপুরে ঝোঁপ থেকে নারীর লাশ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঝোঁপ থেকে মমতাজ বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের বাড়ির পাশে একটি ঝোঁপের ভেতর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। মমতাজ বেগম ওই গ্রামের মৃত আঃ মজিদ চৌধুরী ওরফে বাদশা মুন্সির স্ত্রী।

স্থানীয়রা জানান, মমতাজ বেগম শুক্রবার হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হন। স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খুঁজেও পাননি। শনিবার দুপুরে বাড়ির পিছনের ঝোঁপে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে সাদুল্লাপুর থানাকে খবর দেন।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি তাজ উদ্দিন খন্দকার জানিয়েছেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

নিহতের স্বজন ও স্থানীয়রা দাবি করেছেন, পারিবারিক বিরোধের জের ধরে মমতাজ বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। তাদের সন্দেহ, নিহত নারীর ছেলে, পুত্রবধূ ও ভাসুরের ছেলে এ ঘটনায় জড়িত থাকতে পারে।

ওসি আরও জানিয়েছেন, “মমতাজের মৃত্যুর রহস্য উদঘাটনে তার তিন ছেলে—আব্দুল গফুর, নুর আলম, সজীব—ও পুত্রবধূকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!