বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, "ফেব্রুয়ারীতে নির্বাচন হবেই। গণতন্ত্রের লড়াইয়ে রক্ত দিতে হয়, আরও রক্ত দেওয়া হবে। রক্তের বদলিও হোক, সব ষড়যন্ত্রকে ভেদ করে দেশে গণতন্ত্র ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে।"
তিনি আরও বলেন, "১৭ বছর ধরে খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন। তার পরামর্শ নিয়েই আমরা এই দলকে মানুষের কাছে তুলে ধরছি। এক ব্যক্তির শাসন চলবে না। আমরা ৩১ দফা নিয়ে আন্দোলন করছি।"
মাহবুবের রহমানের এই মন্তব্য আসে ১১ বছর পর শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে। রায়পুর মাচ্চেন্টস একাডেমির মাঠে অনুষ্ঠিত সম্মেলনের সভাপতিত্ব করেন রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানি। উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু সঞ্চালনা করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। স্বাগত বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও রায়পুরের সাবেক এমপি আবুল খায়ের ভুঁইয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিশেষ বক্তা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ ডিসেম্বর উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলনে এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার সভাপতি এবং নাজমুল ইসলাম মিঠু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সময়ে পৌরসভা বিএনপির সভাপতি ছিলেন এবিএম জিলানি এবং সাধারণ সম্পাদক আবদুর জাহের মিয়াজি। ২০২৪ সালের ২০ ডিসেম্বর ওই কমিটি বিলুপ্ত করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চরমোহনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠুকে আহ্বায়ক এবং সফিকুর রহমান ভুঁইয়াকে সদস্য সচিব করা হয়। পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে সাবেক মেয়র এবিএম জিলানি আহ্বায়ক এবং সাবেক পৌর যুবদলের সভাপতি সফিকুল আলম আলমাস সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে