AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত



জীবননগরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জীবননগর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, এসআই জাহিদ হাসান, শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সভাপতি পঙ্কজ দত্ত ও সাধারণ সম্পাদক অনন্ত পাল, শ্রীশ্রী সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি সুশান্ত সাহা ও সাধারণ সম্পাদক বিপ্লব কর্মকার, শ্রীশ্রী শিব কালী মন্দিরের সভাপতি সীমান্ত দাস ও সাধারণ সম্পাদক মানিক দাসসহ উপজেলার সব পূজা মণ্ডপ কমিটির সদস্যরা।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয় এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত গ্রহণ করা হয়।

ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে জীবননগর থানা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।”

উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর জীবননগরে মোট ২৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!