গাজীপুরের কালীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার পৌর এলাকার মুনসুরপুর ও তুমলিয়া গ্রামে পৃথক অভিযান চালায়। এ সময় মুনসুরপুর এলাকার মৃত আব্দুল কলুমুসুদ্দিন মিয়ার ছেলে আব্দুল লতিফ (৬৭) কে ৫০০ গ্রাম গাঁজাসহ এবং তুমলিয়া এলাকার মৃত নাজি উদ্দিন মোল্লার ছেলে মো. সাহেদ মোল্লা (৩৫) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে