“আসলে তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে ছিল একটি উত্তম আদর্শ” প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে তানোরে সীরাতে রাসুল (সঃ) সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার উলামা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সভাপতি কাজী মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ক্বারী মাওলানা আইয়ুব আলীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইসলামি স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, উলামা বিভাগের সভাপতি, রাজশাহী জেলা।
সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে