ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ফারহানা ইয়াসমিন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, একাডেমিক সুপারভাইজর মো. বদরুল আমীন, নলছিটি সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. বাহাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আ. কুদ্দুছ এবং নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবরের উপজেলা প্রতিনিধি মো. শাহাদাত হোসেন মনু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা রাসুল (সা.)-এর জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর মো. বদরুল আমীন।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আতিকুর রহমান।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে