AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাসপাতালে অব্যবস্থাপনা নিরসনে গণতান্ত্রিক ছাত্র সংসদের ৭ দফা ঘোষণা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৩:৫৫ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৫

হাসপাতালে অব্যবস্থাপনা নিরসনে গণতান্ত্রিক ছাত্র সংসদের ৭ দফা ঘোষণা

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চলমান অব্যবস্থাপনা, চিকিৎসা সেবার দুরবস্থা ও নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ৭ দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটি এসব দাবি উত্থাপন করে।

ঘোষিত ৭ দফা দাবি:

১. সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাসপাতাল পরিচালনা।
২. দক্ষ ডাক্তার ও নার্স দ্বারা চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং সকল পরীক্ষার মেশিন সচল রাখা।
৩. ঔষধ কোম্পানির প্রতিনিধি ও দালালদের হাসপাতাল থেকে নির্মূল করা।
৪. আউটসোর্সিং-এ নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ ও দুর্নীতিবাজদের প্রত্যাহার।
৫. নারী কেলেঙ্কারিতে জড়িত ডা. হেলিশ রঞ্জনের অপসারণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার।
৬. হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা ও রোগীদের জন্য সুষম খাবার সরবরাহ এবং প্রতিদিনের খাদ্যতালিকা ওয়েবসাইটে প্রকাশ।
৭. ছাত্র-জনতা ও প্রশাসনের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন এবং প্রতি মাসে সার্বিক রিপোর্ট প্রকাশ।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাখার সংগঠক সাব্বিরুল হক তন্ময়, শামসুর রহমান, আনাস রহমান, আনিক, সাবাবসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে উল্লিখিত দাবিগুলো বাস্তবায়নের জোর দাবি জানান। একই সঙ্গে দ্রুত পদক্ষেপ না নিলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

 

একুশে সংবাদ/কি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!