AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহে জামায়াতে ইসলামী অমুসলিম শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
০৭:২৭ পিএম, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ময়মনসিংহে জামায়াতে ইসলামী অমুসলিম শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহ মহানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী অমুসলিম (সনাতনধর্মী) শাখার উদ্যোগে শুক্রবার (৫ সেপ্টেম্বর ) বিকেল ৩:৩০ মিনিটে ছোট বাজার সিটি ব্যাংক সংলগ্ন মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় ঐক্য বাড়ানোর লক্ষ্যে আয়োজিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী কেবল মুসলমানদের দল নয়, এটি একটি কল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। আমরা সকল ধর্ম-বর্ণের মানুষের শান্তি, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করি। হিন্দু-মুসলিম সম্প্রীতি এই দেশের ঐতিহ্য, আর এই ঐতিহ্য রক্ষা ও সুসংহত করাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তম ভট্টাচার্য, সেক্রেটারি, ময়মনসিংহ মহানগর অমুসলিম শাখা। তিনি বলেন, “আমরা চাই সমাজে বৈষম্য ও বিভাজন দূর হোক। জামায়াতের উদ্যোগে অমুসলিমদের অধিকার রক্ষায় যে ভূমিকা নেওয়া হয়েছে, তা জনগণের মধ্যে আস্থা তৈরি করেছে।”

এছাড়াও শোকন বিশ্বাস, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী অমুসলিম শাখা, ময়মনসিংহ মহানগর বক্তব্য রাখেন। তিনি বলেন, “একটি সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে হলে রাজনৈতিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সবচেয়ে জরুরি। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করছে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট দেবব্রত নাগ (ভুলু)। তিনি বলেন, “জামায়াতে ইসলামী অমুসলিম শাখা সব সময় হিন্দু-মুসলিম ঐক্যের পক্ষে কাজ করে যাচ্ছে। জাতি-ধর্ম নির্বিশেষে আমরা সবাই একই সমাজের মানুষ, তাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশ এগিয়ে যাবে।”
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও নাটক পরিবেশন করেন, যা দর্শকদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং সাধারণ মানুষও এতে যোগ দেন।

এই অনুষ্ঠান ময়মনসিংহ মহানগরে হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জামায়াতে ইসলামী অমুসলিম শাখার এই উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য ও সহযোগিতার নতুন রূপ প্রকাশ পেয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে সমাজের প্রতি শিথিল ও সমৃদ্ধ সম্পর্ক প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

 


একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!