বাড়ি ফেরা ও টাকা-পয়সা নিয়ে রাতে পিতার সঙ্গে বাকবিতণ্ডার পর সকালে শোবার ঘরে ছেলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মৃত শিমুল হোসেন (১৯) কাগমারী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। বৃহস্পতিবার কোটচাঁদপুর থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, শিমুল হোসেন কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডের শওকত আলীর ওয়েলডিং কারখানায় ওয়েলডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি রাতে সাধারণত দেরিতে বাড়ি ফিরতেন এবং আয়-রোজগারের হিসাব বাড়িতে দিতেন না।
বৃহস্পতিবার সকালে শিমুলের ভাবী বন্যা খাতুন তাকে শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকার শুনে স্থানীয়রা এসে সাহায্য করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়।
জাহাঙ্গীর হোসেন জানান, “প্রতিদিনই সে দেরিতে বাড়ি ফিরত। কাজের টাকা হিসাব না দেওয়ায় মাঝে মধ্যে আমাদের ছোটখাটো বাকবিতণ্ডা হতো। হয়তো এই কারণে সে আমার উপর অভিমান করে এমনকিছু করেছে।”
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টে কিছু অনিয়ম বা অপরাধের প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে