জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা রওনা দিয়েছে বরিশাল টিম। তবে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শুধু অফিসিয়াল কাগজপত্র দেওয়া হলেও আর কোনো সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছেন টিমের কর্মকর্তারা।
আগামীকাল ৫ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে ৮ম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ ২০২৫। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
বরিশাল জেলা টিমের প্রশিক্ষণের কোনো আয়োজন করা হয়নি জেলা পর্যায়ে। কেবলমাত্র টিম ম্যানেজার ও কোচের ব্যক্তিগত উদ্যোগে উজিরপুর উপজেলার রূপায়ন সংস্কৃতি সংঘের মাঠে সীমিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পুরো দলের খরচ বহন করছে স্থানীয় প্রতিষ্ঠান জেবিন ফ্যান লিমিটেড। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে মাদকের বিরুদ্ধে কাজ করছে। এবার তারা বিলুপ্তপ্রায় খো খো খেলাটিকে পুনর্জীবিত করতে সহায়তা করছে।
টিমের কোচ মাসুম বিল্লাহ রিপন বলেন, “আমাদের টিম ঢাকার মাঠে ভালো করবে ইনশাআল্লাহ।” তবে ভিন্ন মত প্রকাশ করেন টিম ম্যানেজার মো. আব্বাস আলী তালুকদার। তিনি বলেন, “বর্ষা মৌসুমে যথাযথ প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়নি। অর্থনৈতিক সংকট ও কর্তৃপক্ষের উদাসীনতায় খেলোয়াড়রা সঠিক প্রস্তুতি নিতে পারেনি।”
তিনি আরও জানান, যারা গত আসরে অংশ নিয়েছিলেন তাদের অনেকেই বয়সসীমার কারণে এবার খেলতে পারছেন না। নতুন খেলোয়াড়দের নিয়েই দল গঠন করা হয়েছে। কিন্তু খেলা পেশা হিসেবে নিতে না পারায় অনেকে জীবিকার প্রয়োজনে মাঠ ছেড়ে অন্য পেশায় চলে গেছেন।
খো খো খেলাটিকে সম্ভাবনাময় খেলা আখ্যা দিয়ে তিনি বলেন, “স্কুল-কলেজ পর্যায়ে সম্পৃক্ততা বাড়লে বরিশালের খেলোয়াড়রাও জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।”
জেবিন ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় ও রূপায়ন সাংস্কৃতিক সংঘের সার্বিক সহযোগিতায় বরিশাল টিম আগামীকাল ঢাকার মাঠে নামছে।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে