ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ভালুকা সরকারি কলেজ মাঠে একত্রিত হয়ে এক বিশাল সমাবেশে অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলকে সফল ও সার্থক করতে ভালুকা উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জননেতা আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন থেকে হাজার হাজার নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে ভালুকা সরকারি কলেজ মাঠে উপস্থিত হন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচিত এ আয়োজনকে ভালুকা উপজেলায় "ইতিহাস সৃষ্টিকারী মিছিল" হিসেবে অভিহিত করেছেন দলীয় নেতারা। হবিরবাড়ি ইউনিয়ন থেকে আগত প্রায় ১৫ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এ মিছিল পুনরায় প্রমাণ করেছে বিএনপির শক্তিশালী উপস্থিতি।
দিনব্যাপী আয়োজনে নেতাকর্মীরা নানা শ্লোগান ও ব্যানার-ফেস্টুনে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করেন।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে