AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় যুবক আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৯:৪৬ এএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় যুবক আটক

ফরিদপুরের সালথা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করার অভিযোগে সুজন মাতুব্বর (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভাগদী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সুজন মাতুব্বর স্থানীয় জয়নাল মাতুব্বরের ছেলে এবং এক সন্তানের জনক।

মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী আটঘর ইউনিয়নের বাসিন্দা ও এক সন্তানের জননী। তার স্বামী সৌদি আরবে চাকরিরত থাকায় চার বছর ধরে তিনি সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছেন।

গত ২৭ আগস্ট সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে সুজন মাতুব্বর ওই নারীর দিকে অশ্লীল ইঙ্গিত ও ইশারা করেন। একপর্যায়ে তিনি ওই নারীর ওড়না ধরে টান দেন। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সুজন পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী নারী সালথা থানায় ইভটিজিং মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার রাতে পুলিশ আসামিকে আটক করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, “ইভটিজিং মামলার আসামি সুজন মাতুব্বরকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।”

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!