ব্যতিক্রম ধর্মী সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় পরিষদ গঠন করা হয়েছে। ২০২৫-২৭ সেশনের জন্য সভাপতি হিসেবে সাইয়্যেদুল বাশার এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহিদুল হাসান শাওন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিকুট ফাউন্ডেশনের অফিসিয়াল প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাচন কমিশনার ও মাসিক বিক্রমপুর পত্রিকার সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট।
দুই বছর মেয়াদি ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পরিষদের অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি ফাহাদ ও দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার ও এডভোকেট মো. নয়ন মিয়া, অর্থ সম্পাদক আতিকুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক শোভন সারোয়ার, শিক্ষা-গবেষণা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক নাজির আহমাদ মিয়াজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ রুপু, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট রাকিব হাসান জিসান, যুব-ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. নাজমুল আলম বেপারী, শিশু ও নারী বিষয়ক সম্পাদক পূজা দেবনাথ, শিল্প ও সাহিত্য সম্পাদক ত্বাইরান আবির, অফিস সম্পাদক আসিফ বাঁধন, ত্রাণ-দুর্যোগ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক ডা. শিউলি আক্তার এবং নির্বাহী সদস্য রমজান মাহমুদ, মো. ইকরামুল হাসান ও মাহমুদা খাতুন বাবলি।
ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন বলেন, “সৃজনশীল উদ্যোগের জন্য ঝিকুট ফাউন্ডেশন একটি অনন্য সংগঠন। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এভাবে আর কোনো সংগঠন এ এলাকায় কাজ করছে না। নতুন কেন্দ্রীয় পরিষদ গঠন করতে পেরে আমরা আনন্দিত।”
ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সভাপতি ও জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম জানান, “‘একতা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ’ মূলমন্ত্র এবং ‘পরিবর্তমান পদযাত্রা’ স্লোগান নিয়ে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর আশরাফ ইকবালের উদ্যোগে ঝিকুট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এরপর ২০২৩ সালের ১ সেপ্টেম্বর প্রথম কেন্দ্রীয় পরিষদ গঠন করা হয়। আজ তারই ধারাবাহিকতায় দ্বিতীয় কেন্দ্রীয় পরিষদ গঠন হলো। নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন।”
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন, “নতুন কেন্দ্রীয় পরিষদের দায়িত্বপ্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, ঝিকুট ফাউন্ডেশনের আগামীর কর্মসূচি বাস্তবায়নে এই পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
একুশে সংবাদ/মু.প্র/এ.জে