AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে জিয়া পরিষদের দোয়া মাহফিল


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৬:৪৪ পিএম, ১ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে জিয়া পরিষদের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে পবিপ্রবির জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. মামুন অর রশিদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সহ-সভাপতি মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. রাহাত মাহমুদ, কার্যনির্বাহী সদস্য ড. আমিরুল ইসলাম টিটু, রিয়াজ কাঞ্চন শহীদ, পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, জিয়া পরিষদের কর্মচারী প্রতিনিধি মো. মাহবুব হোসেন, ইউট্যাব পবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ইখতিয়ার উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে কোনো মহলের ষড়যন্ত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হতে দেওয়া যাবে না।”

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!