লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালেই পূর্ব নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ শরীফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। অনুষ্ঠানে ৬টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০০ জন শিক্ষার্থীর মাঝে ১টি করে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, ৮টি খাতা ও ১২টি করে কলম বিতরণ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব আব্বাসউদ্দিন, ইউপি সদস্য মিজানুর করিম লিটন, ইয়ছুফ হোসেন, কামাল ভূঁইয়া, আলমগীর হোসেন, মোহাম্মদ মিয়া, জাফর হোসেন, মোবারক হোসেন, সেলিম পাটওয়ারী এবং স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল কবির প্রমুখ।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে