ময়মনসিংহের তারাকান্দায় রফিকুল ইসলাম (৪৫) নামে একজনের হত্যা করা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকী নয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।
পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করেছে। জানা যায়, রফিকুল ইসলাম বাড়িতে রোববার রাতের খাবার খেয়ে পাশ্ববর্তী দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। রাত ২টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করতে বের হন। এক পর্যায়ে পুকুর পাড়ে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পান। তার দেহে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে