চট্টগ্রামের বোয়ালখালীতে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীও যোগ দেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হাকিম অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে বাড়ি ফিরে যায়। এ ছাড়া অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জমা দেন কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শিক্ষক নুরুল ইসলাম বিদ্যালয়ে, কোচিং সেন্টারে এবং বাসায় ডেকে নিয়ে ছাত্রীদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে যৌন হয়রানি করে আসছেন।
প্রাক্তন শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, “সহকারী শিক্ষক নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করে আসছেন। ভুক্তভোগীরা লোকলজ্জার ভয়ে এতোদিন মুখ খোলেনি। আমাদের দাবি, ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।”
অভিযুক্ত সহকারী শিক্ষক নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজশে তিনজন শিক্ষক মিলে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে এ ঘটনা সাজিয়েছেন। এর আগে আমার নামে ফেসবুকে অপপ্রচার চালানো হয়েছিল। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হাকিম বলেন, “শরীরচর্চা বিষয়ের শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা যে অভিযোগ এনেছেন তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ভুক্তভোগী শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে