গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থীরা সহযোগি অধ্যাপক ও চেয়ারম্যান ড. রাজিউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
রোববার দুপুরে আইন বিভাগের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা মানববন্ধন করে এবং তাদের শিক্ষক ড. রাজিউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো ব্যক্তিদের শাস্তির দাবিতে নানা শ্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা মেহেদী হাসান, রাফি, ইশিতা, রামিম হোসেন, শাহ মিনহাজ ও আব্দুর রহমান তানভির প্রমুখ বক্তব্য রাখেন। তারা ড. রাজিউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানোদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

