শেরপুর জেলা টাইলস ও স্যানেটারি সমিতির কার্য নির্বাহী কমিটির গঠন ,পরিচিতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ৷
আজ শনিবার (৩০ আগষ্ট) দুপুর ২ টায় শহরের নিউমার্কেটস্থ নিউ আলীশান হলরুমে খান স্যানেটারির স্বত্বাধিকারী জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় জাহাঙ্গীর এন্ড ব্রাদার্স স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সাধারন সম্পাদক ও ঢাকা টাইলস এন্ড স্যানেটারি সেন্টারের স্বত্বাধিকারী জাবেদ জাহান ইসলাম পরাগ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইদুল আলম এবং শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সভাপতি মুগনিউর রহমান মনি।
বক্তারা বলেন, জেলা টাইলস ও স্যানেটারি সমিতি হলো জেলার টাইলস ও স্যানেটারি ব্যবসায় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের একটি সংগঠন। এ সংগঠনটি ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, ন্যায্য ব্যবসা পরিচালনা, পারস্পরিক সহযোগিতা এবং সরকারি ও বেসরকারি নীতিমালার আলোকে ব্যবসার উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে কোনো বিপদে -আপদে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এই কমিটির মূল উদ্দেশ্যে। ব্যবসায় প্রতিযোগীতা থাকবে, তবে সেটি যেন প্রতিশোধ পরায়ন না হয়। পাশাপাশা অবৈধ প্রতিযোগিতা ও নকল পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নব গঠিত কমিটির প্রধান কাজ।
সভায় অন্যান্য উপজেলা থেকে আসা কমিটির সদ্যস্যরা বলেন,জেলা টাইলস ও স্যানেটারি সমিতির নির্বাহী পরিষদ জেলার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের একটি শক্তিশালী নেতৃত্ব দিবে বলে আমরা আশা করছি ৷ তাদের দক্ষতা ও নিষ্ঠা জেলার ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এ সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
উল্লেখ্যে নবগঠিত শেরপুর জেলা টাইলস ও স্যানেটারি সমিতি ১০১ সদস্য বিশিষ্ট এবং ১০ সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদগঠিত হয়।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে