গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে তার নিজ উপজেলা ও গ্রামের বাড়ি চরবিশ্বাসে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে স্থানীয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে স্থানীয় পৌর মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গলাচিপা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের আগে পৌর মঞ্চের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সোয়েবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব জাকির মুন্সি, পৌর আহ্বায়ক লিটন মাতব্বর, সদস্যসচিব রেজা মাহমুদ, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল, সদস্যসচিব আবুল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লা প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সেনা ও পুলিশ বাহিনী তার উপর অতর্কিত হামলা চালিয়েছে। এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল। বর্তমান এনজিও সরকার ভিপি নুরের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে, তাকে রক্তাক্ত করেছে। এজন্যই কী আমরা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি? আজও সেই ফ্যাসিস্ট মানসিকতা বিভিন্ন বাহিনীর মধ্যে রয়ে গেছে।
তারা আরও বলেন, আমরা বাংলাদেশে ১৬ বছর ধরে নিপীড়িত-নিপেষিত ছিলাম। সেখানে ‘গণবন্ধু’ ভিপি নুর ২০১৮ সাল থেকে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বেই কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন ঘটে। সেই আওয়ামী সরকারকে সহযোগিতা করেছিল জাতীয় পার্টি। সরকারকে বলছি— এই জাতীয় পার্টির সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে বাংলাদেশের আপামর জনতা রাজপথে থাকবে।
এদিকে গণঅধিকার পরিষদের সভাপতির উপর হামলার প্রতিবাদে নুরের নিজ গ্রাম গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে রাতে বিক্ষোভ মিছিল বের হয়। অপরদিকে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/প.প্র/এ.জে