লক্ষ্মীপুরের রামগঞ্জে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের দায়ে মোঃ ফারুক হোসেন নামের এক জেঠাতো ভাইকে হাজতে প্রেরন করেছে রামগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত ফারুক হোসেন রামগঞ্জ পৌরসভার সোনাপুর ওয়ার্ডের সোনাপুর মহরম আলী খলিফা বাড়ির আবুল কালামের ছেলে। ভুক্তভোগী গৃহবধূ (১৯) একই বাড়ির মোঃ মাসুম হোসেনের স্ত্রী।
এ ঘটনার মামলার প্রেক্ষিতে রামগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ফারুককে গ্রেপ্তার করে। শুক্রবার (২৯ আগস্ট) গ্রেপ্তারকৃতকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করে।
মামলার অভিযোগে জানা যায়, জেঠাতে াভাই ফারুক হোসেন দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মাসুমের স্ত্রীর ঘরে বাহিরে চলাফেরার সময় মোবাইলে ভিডিও করে রাখতো। পরে ওই গৃহবধুকে ঘরে একা পেয়ে মোবাইলের ভিডিও গুলি ফেইজবুকে প্রচার করে দিবে বলে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে গৃহবধূ স্বামী ও শ্বশুর-শাশুড়ীকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন।
এতে ভুক্তভোগী বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(১) আইনে মামলা দায়ের করেণ। মামলা নং–২২, তারিখ: ২৮/৮/২০২৫ইং
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ বারী জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে