AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম বিআরটিএ’র সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ



চট্টগ্রাম বিআরটিএ’র সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিআরটিএ আওতাধীন কার্যালয়সমূহের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক-শ্রমিক প্রতিনিধি ও প্রেস ক্লাবের প্রতিনিধির অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা ২৯ আগস্ট, শুক্রবার সকালে হাটহাজারীর নতুন পাড়াস্থ বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। মতবিনিময় সভার পর চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে ক্ষতিপূরণ হিসেবে ১৩ লাখ টাকার চেক এবং নিহত ১৯ জনের প্রতি পরিবারকে ৫ লাখ টাকা করে, মোট ৯৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এতে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ সর্বমোট ১ কোটি ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, অন্যান্যদের মধ্যে, সিএমপি ট্রাফিক ডিভিশন (উত্তর)-এর উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ নেছার উদ্দিন আহমেদ, বিআরটিএ পরিচালক (প্রশাসন) কামরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম, উপ-পরিচালক (প্রশাসন) মাসুম বিল্লাহ, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ কফিল উদ্দিন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমেদ।

মতবিনিময় সভায় সড়ক পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয় এবং তা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!