ময়মনসিংহের গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা। উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।
লটারিতে মোট ৩৫৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২০ জন পুরুষ ও ২০ জন নারীকে প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত করা হয়। পাশাপাশি ৫ জন পুরুষ ও ৫ জন নারীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ তরুণ-তরুণীদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলবে এবং আত্মকর্মসংস্থানে এগিয়ে যেতে সহায়তা করবে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে