বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) বাগেরহাটের মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (বাগেরহাট-৪) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। তিনি বলেন, “আপনাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী গুরুতর রোগীর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। আমাদের মা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় আমাদের দোয়াও গুরুত্বপূর্ণ।”
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী শিপনের সহধর্মিণী কাজী সাহারুজ্জামান নিপা, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলু মেম্বারসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নারীরা গীতা পাঠ ও উলুধ্বনির মাধ্যমে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

