AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ব্যবসায়ীদের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ



শ্রীমঙ্গলে ব্যবসায়ীদের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায়ীদের উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় শহরের সোনার বাংলা রোডে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সোনার বাংলা এইচ এ মার্কেট ও নতুন বাজার দক্ষিণ রোড ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লিয়াকত।

টিম ডায়নামিকের সদস্য আবির আল আজাদ মাঈনুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও টিম ডায়নামিকের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহিন আহমেদ, ব্যবসায়ী হাফিজ উদ্দিন, শাহজাহান আহমদ, আব্দুল কাইয়ুম, আখতার হোসেন, আলতাফ হোসেন, রুমেল হোসেন, সোহরাব ইসলাম এবং খেলাফত যুব মজলিস নেতা মোজাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সোনার বাংলা রোড এলাকায় স্বপন নামে এক মাদক কারবারি দীর্ঘদিন ধরে রেলের জায়গা দখল করে বসতঘর নির্মাণ করে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তার নেতৃত্বে মাদকসেবীরা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। সম্প্রতি প্রতিবাদকারীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও দোকানপাটে ইটপাটকেল নিক্ষেপ করেছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, স্বপনসহ সকল মাদক কারবারীকে দ্রুত গ্রেফতার করে তাদের আস্তানা উচ্ছেদ করতে হবে, যাতে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারেন। নতুবা ব্যবসায়ীরা সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

তারা আরও বলেন, মাদক যেকোনো পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। মাদকাসক্ত ব্যক্তি সহজেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং সমাজে শৃঙ্খলা নষ্ট করে। এভাবে যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।

বক্তারা দাবি জানান, সোনার বাংলা রোড, নতুন বাজার ও শাপলাবাগ এলাকায় মাদক ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!