ফরিদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মোঃ ইলিয়াস মোল্লা মন্তব্য করেছেন যে, শুধুমাত্র জামায়াতে ইসলামীই গণঅভ্যুত্থানের চেতনার শতভাগ বাস্তবায়ন চায়। তিনি বলেন, এই চেতনার বাস্তবায়ন না হলে তা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বোয়ালমারী বার্তা টাওয়ার-এ অবস্থিত বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কুরবান আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
ড. ইলিয়াস মোল্লা তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এমন একটি রাষ্ট্র যেখানে জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণী নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে এবং সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের নামে কোনো বৈষম্য থাকবে না।”
তিনি আরও বলেন, “পূর্ববর্তী শাসকরা নিজেদের ও গোষ্ঠীর স্বার্থে দেশ পরিচালনা করেছে। দুর্নীতিগ্রস্ত এসব শাসকের আমলে বাহ্যিক কিছু উন্নতি হলেও দেশের মৌলিক কাঠামোতে গুণগত কোনো পরিবর্তন আসেনি। ফলে বারবার শাসক বদল হলেও জাতি হিসেবে আমাদের মনোভঙ্গি বদলায়নি এবং আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারিনি।”
ড. ইলিয়াস মোল্লা সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “যারা বোমা ফাটিয়ে মানুষ হত্যা করে, তারাই আবার মানবতাবাদী সেজে আমাদের উপদেশ দেয়। অনেকে ভয়ে এই মানুষ হত্যাকারীদের দাসত্ব করলেও তারা মহান স্রষ্টার বিধানকে এড়িয়ে চলে। এর ফলে সমাজে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠিত হয় না।”
তিনি জোর দিয়ে বলেন, “যারা আল্লাহকে ভয় করেন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, এমন সৎ ও যোগ্য নেতৃত্বকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। এজন্য সমাজের সকল সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে এবং সাংবাদিকদেরও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওলানা নিয়ামুল হাসান, বোয়ালমারী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসাইন, বোয়ালমারী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য কাজী হাসান ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক এম এম জামান, সদস্য আমীর চারু বাবলু, দীপঙ্কর পোদ্দার অপু, আল মামুন রনি প্রমুখ।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে