AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পারকি সৈকত ও পর্যটন কমপ্লেক্সে উন্নয়নকাজ তদারকি করলেন উপদেষ্টা



পারকি সৈকত ও পর্যটন কমপ্লেক্সে উন্নয়নকাজ তদারকি করলেন উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত ও নির্মাণাধীন পারকি পর্যটন কমপ্লেক্সের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি সৈকত এলাকায় পৌঁছে বিভিন্ন প্রকল্প কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সৈকতের সৌন্দর্য বৃদ্ধি, রাস্তা-ঘাট সংস্কারকাজ এবং সরকারি পর্যটন কমপ্লেক্স এলাকায় চলমান নির্মাণ কাজ তদারকি করেন। পরে নতুন পর্যটন কমপ্লেক্সের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সম্ভাব্য সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ বশিরউদ্দীন বলেন, “আমরা কাজের মান খতিয়ে দেখেছি। কিছু জায়গায় সমস্যা থাকলেও দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়া হবে। দুই সপ্তাহের মধ্যে একটি বাংলো সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, যদি স্থায়ী প্রতিনিধি এখানে দায়িত্ব পালন করেন, তবে প্রকল্পের কাজ আরও দ্রুতগতিতে এগোবে।”

তিনি আরও জানান, সৈকত এলাকায় ঝাউবাগান ধ্বংসের বিষয়টিও নজরে এসেছে। “আমরা এটি নোট করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আলোচনা হবে,” বলেন উপদেষ্টা।

উল্লেখ্য, পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে কাজের গতি মন্থর। এ অবস্থায় প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বেলা ১২টার দিকে পরিদর্শন শেষে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!