AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্লাস্টিক দূষণ রোধে সিরাজগঞ্জে সচেতনতামূলক প্রচারণা


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৫:০১ পিএম, ২৬ আগস্ট, ২০২৫

প্লাস্টিক দূষণ রোধে সিরাজগঞ্জে সচেতনতামূলক প্রচারণা

পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে পরিচিত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য প্রচারণা। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুলের প্রায় অর্ধশত শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে।

আজ (২৬ আগস্ট) দুপুরে ভিক্টোরিয়া হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এই জনসচেতনতামূলক ক্যাম্পেইনে শিক্ষার্থীরা প্লাস্টিক দূষণের ভয়াবহতা এবং এর থেকে পরিবেশ ও মানব স্বাস্থ্যকে রক্ষার উপায় সম্পর্কে ধারণা লাভ করে।

আলোচনায় অংশ নিয়ে ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম পরিবেশ সুরক্ষায় বর্তমান প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এই সচেতনতা প্রতিটি শিক্ষার্থীর পরিবার ও সমাজ থেকে শুরু করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিবেশকে প্লাস্টিকমুক্ত রাখার শপথ গ্রহণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, সিরাজগঞ্জের পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজশাহী ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম, সুখের আলো সংস্থার নির্বাহী প্রধান কামরুন নাহার, মডেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি)-এর নির্বাহী পরিচালক মো. আসলাম শেখ, ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. শফিউল আলম এবং সিনিয়র শিক্ষক জেসমিন সুলতানা, সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. রাশেদুল হাসান।

 

একুশে সংবাদ/সি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!