AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্যাস সংকটে আড়াই মাস ধরে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
১০:৫১ এএম, ২৬ আগস্ট, ২০২৫

গ্যাস সংকটে আড়াই মাস ধরে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকটের কারণে আড়াই মাস ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। এক হাজার ৬১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রের সাতটি ইউনিটের মধ্যে বর্তমানে সবগুলোতেই উৎপাদন বন্ধ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকট চলছে। গত ৯ জুন ২১০ মেগাওয়াট ক্ষমতার ৫ নম্বর ইউনিট, ১৩ জুন ৩৬০ মেগাওয়াটের ৪ নম্বর ইউনিট এবং ১৪ জুন সমপরিমাণ ক্ষমতার ৭ নম্বর ইউনিটের উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায়। সরকার সার কারখানায় গ্যাস সরবরাহ করায় বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্পভাবে গ্যাস সরবরাহের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক বলেন, “৪, ৫ ও ৭ নম্বর ইউনিটে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। গ্যাস পেলেই উৎপাদন শুরু করা সম্ভব।”

তিনি আরও জানান, গত জুনের শুরুতে ৩৬০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটের টারবাইনের রোটারের ব্লেডে সমস্যা দেখা দেয়। বর্তমানে সেটির মেরামত প্রায় শেষ পর্যায়ে আছে। গ্যাস সরবরাহ শুরু হলে এ ইউনিটও পুনরায় উৎপাদনে ফিরবে।

কেন্দ্র সূত্রে জানা যায়, এর আগে ২০১০ সালের জুনে ২১০ মেগাওয়াট উৎপাদনক্ষম ৬ নম্বর ইউনিটে অগ্নিকাণ্ডে টারবাইন পুড়ে যাওয়ার পর থেকে সেটির উৎপাদন বন্ধ রয়েছে।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!