জামালপুরের ইসলামপুরে দূর্জয় সাব্বির নামে ডিবি পুলিশ পরিচয়দানকারী এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার (২৪ আগস্ট) রাতে উপজেলার গোয়ালেরচর চৌরাস্তার মোড়ে ডিবি পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ. স. ম. আতিকুর রহমান জানান, দূর্জয় সাব্বির গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর বালুচর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩-২৬ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের ছাত্র।
তিনি আরও জানান, সাব্বির ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে গোয়ালেরচর চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চাঁদা নেওয়ার চেষ্টা করছিল। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে