রাজশাহীতে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশা। সোমবার ভোর থেকেই শহর ও আশপাশের এলাকা ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল। ভোরের আলো ফুটতেই দেখা যায়, চারপাশ যেন এক সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। প্রকৃতির এ রূপ জানান দিচ্ছে—উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী এই শহরে শীতের আগমন ঘটতে চলেছে।
ভোরবেলা থেকেই রাজশাহী-নাটোর, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী-পাবনা মহাসড়কে যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশার ঘনত্বে দৃশ্যমানতা কমে আসায় চালকদের ছিল বাড়তি সতর্কতা। অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরাও কুয়াশা ভেদ করে গন্তব্যের পথে ছুটেছেন। শহরতলির মাঠে দেখা গেছে শিশিরভেজা ঘাসে খেলায় মেতে থাকা শিশুদের; কৃষকেরা ব্যস্ত ছিলেন জমিতে পানি সেচের কাজে।
মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু, ধূসর আকাশ আর সূর্যের ম্লান আলো মিলেমিশে সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর দৃশ্য। সকালবেলার বাতাসে ছিল এক ধরনের ঠান্ডা পরশ, যা দীর্ঘ গ্রীষ্মের পর এনে দিয়েছে এক বিশেষ প্রশান্তি। স্থানীয়রা বলছেন, এটাই এ বছরের প্রথম প্রকৃত শীতের আভাস।
রাজশাহীর গণকপাড়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, “আজ সকালে প্রথমবার সত্যিকারের শীতের ছোঁয়া টের পেলাম। বাতাসে হালকা ঠান্ডা আর কুয়াশা—সব মিলিয়ে মনটা ভরে গেছে।”
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরাঞ্চলে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা শীতের প্রভাব পড়বে। পরবর্তী এক সপ্তাহের মধ্যে রাজশাহীসহ আশপাশের জেলাগুলোয় শীত আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে তারা।
প্রকৃতির এই পরিবর্তন রাজশাহীবাসীর মনে এনে দিয়েছে এক অনাবিল আনন্দ। কুয়াশায় ঢাকা ভোর, শিশিরভেজা ঘাস আর স্নিগ্ধ বাতাস যেন জানিয়ে দিচ্ছে—আসছে শীত, আসছে স্নিগ্ধতার মৌসুম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

