পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী ছয়টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয় বাসচালককে দুই হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল রোববার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তাসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদীক বলেন, “১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

