শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার নৃশংস ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার গেরাপঁচা গ্রামে নিজ বাড়িতে ডেকে নিয়ে খাওয়াদাওয়ার পর দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তুলা মিয়া (৩৮) নামে এক যুবককে। নিহত তুলা মিয়া ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তুলা মিয়া ও নাজমুল হক দীর্ঘদিন ধরে একসঙ্গে চলাফেরা করত। তাদের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগও ছিল। ঘটনার রাতে নাজমুল তার বাড়িতে ডেকে নিয়ে প্রথমে খাওয়াদাওয়া করায়। পরে হঠাৎ করে দা দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে তুলা মিয়া পাশের ধানক্ষেতের আইলে পড়ে যায়। এসময় নাজমুল তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, “হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।”
একুশে সংবাদ/শে.প্র/এ.জে