বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাজুড়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে দিনভর ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজার, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়ারহাট বাজার এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মদিনাবাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ করা হয়।
গণসংযোগকালে লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ গুরুত্বপূর্ণ। শহীদ জিয়ার আদর্শের রাজনীতি অনুসরণকারীরা বিভাজিত হতে পারে না। মানুষকে বোঝাতে হবে, বিএনপি তথা ধানের শীষই আগামী বাংলাদেশ গড়তে একমাত্র সক্ষম দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী করে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”
এ সময় সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ বিবিসি বাংলার ঐতিহাসিক সাক্ষাৎকারটি প্রজেক্টর মাধ্যমে ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া বাজারে সাধারণ জনগণের সঙ্গে বসে দেখেন।
উপজেলা ও জেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, যার মধ্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুবদলের নাছির পাটওয়ারী, জেলা যুবদলের মাহফুজুর রহমান টিপু, সোহেল খাঁন, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে