কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান কিশোরগঞ্জ পৌরসভাকে “দুর্বল পৌরসভা” হিসেবে আখ্যায়িত করেছেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে হাসপাতালের হলরুমে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে যতগুলো পৌরসভা রয়েছে, তার মধ্যে কিশোরগঞ্জ একটি দুর্বল পৌরসভা। তবে আমরা কমিটেড—কিশোরগঞ্জের কোনো রোগী যেন চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়। এ লক্ষ্য পূরণে যা প্রয়োজন, তা বাস্তবায়ন করা হবে।”
স্বাস্থ্য সচিব আরও জানান, আইসিইউ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে পাঁচটি আইসিইউ বেড স্থাপন করা হবে। এছাড়া শিশুদের জন্য নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট (এনআইসিইউ) চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় বক্তব্য রাখেন হাসপাতালের অধ্যক্ষ ডা. মজিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভাগীয় পরিচালক (ঢাকা বিভাগ) ডা. জাহাঙ্গীর আলম এবং হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম।
মতবিনিময় সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে