জুলাই ২০২৫ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা।
সোমবার (২৪ আগস্ট) সকালে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আমিনুল ইসলাম তার হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার তুলে দেন। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।
এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে নালিতাবাড়ী থানার আরও কয়েকজন কর্মকর্তা পুরস্কৃত হয়েছেন। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন এসআই নুরুল আমিন এবং শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন এএসআই মো. উমর ফারুক।
টানা পঞ্চমবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে সোহেল রানা বলেন, “এ অর্জন আমার একার নয়, নালিতাবাড়ী থানার সকল সহকর্মীর অক্লান্ত পরিশ্রমের ফল। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
একুশে সংবাদ/শে.প্র/এ.জে