AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাওর-চরাঞ্চলে শিক্ষক সংকট—তদবির আসে উপর থেকে : উপদেষ্টা বিধান রঞ্জন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৩:৪৫ পিএম, ২৩ আগস্ট, ২০২৫

হাওর-চরাঞ্চলে শিক্ষক সংকট—তদবির আসে উপর থেকে : উপদেষ্টা বিধান রঞ্জন

হাওর ও চরাঞ্চলে শিক্ষক সংকটের অন্যতম কারণ হিসেবে বদলির তদবিরকে চিহ্নিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, “শিক্ষকরা এসব এলাকায় থাকতে চান না, শহরে বদলি হতে চান। এটি কেবল প্রশাসনিক নয়, সামাজিক ও রাজনৈতিক সমস্যাও। বদলির তদবির আসে উপর থেকে, তবে আমরা চেষ্টা করছি এসব কাটিয়ে উঠতে।”

শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি অত্যন্ত জরুরি। এজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। তবে পদোন্নতি না হলেও গ্রেড একই থাকলে চেইন অব কমান্ড ভাঙবে না।”

এর আগে সকাল ১০টায় উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের নীতি-নৈতিকতা বজায় রেখে আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক (এনডিসি) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাসহ জেলার বিভিন্ন স্কুলের প্রায় তিন শতাধিক প্রধান শিক্ষক।

 

একুশে সংবাদ/কি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!